আকাশগঙ্গায় একদিন

        অনিরুদ্ধ, উষা, চিত্রলেখ এদের সবাই আমার থেকে অনেক অনেক দূরে থাকে। এতটাই দূরে যে তাদের কাছে যেতে আমাকে পারি দিতে হবে কয়েক আলোকবর্ষ, কিন্তু মজার ব্যাপার হল আমি তাদের দেখতে পাই এত দূরে থেকেও । তবে আলোতে তাদের দেখা যায় না। তাদের দেখতে হলে আমাকে যেতে হবে অালো থেকে একটু দূরে, কারণ অন্ধকারেই আলোর খোঁজ মিলে, আর ঐ যে ফোটন কণা সেইতো তাদের দেখাতে সাহায্য করে। বলছিলাম আকাশগঙ্গায় থাকা সেই Orion ( কালপুরুষ) এর কথা।
Alnitak , Alnilam & Mintaka একই সরলরেখায় থাকা তিনটি তারা,পরপর সজ্জিত। এদের একত্রে অরিয়ন বেল্ট বলে। তাছাড়াও এই তারা গুলোর চারপাশে আরো চারটি তারা আাছে সব মিলিয়ে মোট সাতটি তারা, যদি এই সাতটি তারা মিলানো যায় তবে একটি মানুষের আকৃতি কল্পনা করা যায়, তবে তাতে আরো কিছু তারাও যুক্ত থাকে।এখান থেকেই পরে Brightest star মানে সবচেয়ে উজ্জ্বল তারার খোঁজ মিলে।
শীতের রাতে আকাশের দহ্মিন দিকে তাকালেই তাদের দেখা যেতে পারে তবে মেঘলা আকাশে তাদের দেখা মেলা ভার।
এতকিছু বলার পর মনে হতেই পারে কি হবে তাদের চিনে?…
যদি কখনো অচেনা পথের দেখা মিলে আর সেখানে যদি কম্পাস ও কাজ না করে তবে এরাই তখন Navigational star হয়ে তোমাকে হারিয়া যাওয়া পথের সন্ধান খু্ঁজে দিবে 🙂

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *